April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রকল্প অবহিতকরণ কর্মশালা

বিজ্ঞপ্তী:  অদ্য ০৪ জানুয়ারী ২০১৭ ওয়াটারএইড বাংলাদেশ ও LEVI’s এর আর্থিক সহযোগিতায় সাজেদা ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশের তৈরী পোশাক শ্রমিকদের জন্য পানি ও পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এর উপর প্রকল্প অবহিতকরণ কর্মশালা সাভার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ ডাঃ মোঃ এনামুর রহমান, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৯। সভাপতিত্ব করেন জনাব সানজিদা ইয়াসমিন, সহকারী কমিশনার,ভ’মি, সাভার উপজেলা। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের সকল বিভাগীয় কর্মকর্তাগনসহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, স্থানীয় প্রতিনিধি, গার্মেন্টস এর প্রতিনিধিগন, গনমাধ্যম এর প্রতিনিধি, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থাসহ ওয়াটারএইড ও সাজেদা ফাউন্ডেশনের প্রতিনিধিগন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন দেশের ৪০ লাখ গার্মেন্টস কর্মী দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখলেও তাদের স্বাস্থ্যগত অবস্থার তেমন উন্নতি হয়নি। কারখানার পরিবেশ বর্তমানে ভাল থাকলেও তাদের আবাসস্থলে পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি চর্চার সুবিধার তেমন উন্নতি হয়নি। তাই তিনি গার্মেন্টস কর্মীদের আবাস স্থলে বেশী করে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন সাজেদা ফাউন্ডেশন, গার্মেন্টস কর্মীদের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে প্রকল্প গ্রহন করায় এ গার্মেন্টস প্রধান এলাকায় গার্মেন্টস কর্মীদের জীবন মানের পরিবর্তন হবে। ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান বলেন গার্মেন্টস কর্মীদের পাশাপাশি বাড়ীর মালিকদেরও এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। চেয়ারম্যান বলেন বাড়ীর নক্স্রা অনুমোদনের সময় পর্যাপ্ত ল্যাট্রিন এর ব্যবস্থা রেখে নক্স্রা অনুমোদন দেয়া উচিত। মোঃ লিয়াকত আলী, পরিচালক, প্রোগাম এন্ড পলিসি এ্যাডভোকেসী, ওয়াটারএইড বাংলাদেশ বলেন ওটারএইড ১৯৮৬ সাল থেকে বাংলাদেশে শুধুমাত্র পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি নিয়ে সহযোগী সংস্থার মাধ্যমে কাজ করে আসছে। তিনি বলেন এ প্রকল্পের মাধ্যমে ফ্যাক্টরী পর্যায়ে শুধুমাত্র সচেতনতা মুলক কার্য পরিচালনা করা হবে, বিদ্যালয় পর্যায়ে স্বল্প পরিমানে অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে এবং আবাসস্থলে গার্মেন্টস কর্মী পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এবং স্বাস্থ্যবিধি উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করা হবে।
অনুষ্ঠানে প্রকল্প বিষয়ক উপস্থাপন করেন জনাব মোঃ ফজলুল হক, পরিচালক, সাজেদা ফাউন্ডেশন। অনুষ্ঠানে আরও বর্ক্তৃতা করেন মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা জেলা শাখা, জনাব, মোঃ লিয়াকত আলী, পরিচালক, প্রোগাম এন্ড পলিসি এ্যাডভোকেসী, ওয়াটারএইড বাংলাদেশ। উল্লেখ্য সাজেদা ফাউন্ডেশন প্রকল্পটি জুন ২০১৬ হতে জুন ২০১৯ মেয়াদে বাস্তবায়ন করছে। অনুষ্ঠাটি সঞ্চালন করেন ডালিয়া দাস, প্রজেক্ট ম্যানেজার, ওয়াটারএইড বাংলাদেশ।

Print Friendly, PDF & Email