April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ইস্তাম্বুলে নাইটক্লাবে গুলি, নিহত ৩৫

ডেস্ক : তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে বর্ষবরণের প্রথম প্রহরে নাইটে দুই বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে ৩৫ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক।

খবরে বলা হয়, সান্তাক্লজের পোশাক পরে ওই নাইটক্লাবে ঢুকেছিল হামলাকারীরা।

টার্কি এনটিভির প্রতিবেদনে বলা হয়, ইংরেজি নতুন বছরের পার্টি শুরুর প্রাক্কালে ইস্তাম্বুলের অভিজাত এলাকা ওরটাকয়ের রেইনা নাইটক্লাবে দুই হামলাকারী সশস্ত্র হামলা চালায়।

এদিকে টার্কি এনটিভির খবরের ভিডিওতে রেইনা নাইটক্লাবে বেশ কয়েকটি এম্বুলেন্স ও পুলিশের গাড়ি ঢুকতে দেখা গেছে।

কয়েকদিন আগে তুরস্কের রাজধানীতে রাশিয়ার রাষ্ট্রদূতকে গুলি করে হত্যার পর নববর্ষ উদযাপন উপলক্ষে গোটা তুরস্ককে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। কেবল ইস্তাম্বুল নগরীতেই দায়িত্ব পালন করছিলেন সতের হাজার পুলিশ। অথচ এর মধ্যেই নাইটক্লাবে হামলার ঘটনা ঘটল।

Print Friendly, PDF & Email