May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

ডেস্ক : দীর্ঘতম দূরত্বের পরমাণু ক্ষেপণাস্ত্র অগ্নি পাঁচের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। প্রায় পাঁচ হাজার কিলোমিটার বা তিন হাজারেরও বেশি মাইল দূরত্বের মধ্যে যেকোনো লক্ষ্যে আঘাত হানতে পারবে এই আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল।

এই দূরত্বের মধ্যে চীনসহ এশিয়ার যেকোনো গন্তব্য পড়ে।

দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জি এক টুইটার বার্তায় লিখেছেন, অগ্নি পাঁচের সফল পরীক্ষা ভারতের কৌশলগত এবং নিজেকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার সক্ষমতা বাড়াবে।

সকালে ওড়িশ্যার হুইলার দ্বীপপুঞ্জ থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেন চালানো হয়।

এটিই ভারতে তৈরি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমে সক্ষম পরমাণু ক্ষেপণাস্ত্র।

দেশটির যেকোন প্রান্ত থেকে এই ক্ষেপনাস্ত্রের মাধ্যমে হামলা চালানো যাবে।

চার বছর আগে এই ক্ষেপনাস্ত্রটির প্রথম পরীক্ষা চালানো হয়। এরপর ২০১৩ এবং ২০১৫ তেও আরো দুইবার পরীক্ষা চালানো হয়।

বিশ্লেষকেরা বলছেন, বিশ্ব শক্তি হিসেবে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় ব্যাপক হারে বাড়িয়েছে।

সূত্র : বিবিসি বাংলা।

Print Friendly, PDF & Email