May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জঙ্গিবাদ দমনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের সাথে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্রের অ্যান্টি টেরিজম অ্যাসিসটেন্স (এটিএ)।
ঢাকা মেট্রোপলিটন ‍পুলিশ হেডকোয়ার্টার্সে সোমবার (১৯ ডিসেম্বর) সকালে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সাথে সাক্ষাতকালে এ কথা জানায় যুক্তরাষ্ট্রের এটিএ প্রতিনিধি দল।
এ সময় প্রতিনিধি দলটি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটি) সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যৌথভাবে সন্ত্রাসবাদ নির্মূলের কৌশল প্রণয়ন সংক্রান্তে পারস্পরিক সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া প্রতিনিধি দলকে তাদের এ সহযোগিতাপূর্ণ মনোভাবের জন্য ধন্যবাদ জানান।
এ সময় ডিএমপি হেডকোয়ার্টার্সের ও কাউন্টার টেরোরিজম’র (সিটি) অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email