April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সব শহীদের নাম গেজেটভুক্ত করার দাবি

ডেস্ক :  মুক্তিযুদ্ধে প্রাণ হারানো সব শহীদের নাম গেজেটভুক্ত করার দাবি জানিয়েছে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজার বদ্ধ ভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক মানবান্ধন থেকে তারা এ দাবি জানান।

তাদের দাবি মধ্যে ছিল, সব শহীদের নাম অবিলম্বে গেজেটভুক্ত করা, যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, স্বাধীনতা বিরোধী জামায়াতসহ জঙ্গি প্রতিষ্ঠান নিষিদ্ধ করা। এছাড়া তারা সব শ্রেণির পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস উল্লেখ করতে হবে। এছাড়া সব শহীদ এবং জীবিত মুক্তিযোদ্ধাদা এবং যুদ্ধপরাধীদের তালিকাও তাদেরকে দিতে হবে।.

মানবন্ধনে উপস্থিত ছিলেন,  শহীদ সিরাজ উদ্দিনের সন্তান শাহীন রেজা নূর, জাহিদ রেজা নূর, তৌহীদ রেজানূর শহীদ মুনীর চৌধুরির সন্তান আসিফ মুনীর, শহীদ প্যারী মোহন আদিত্যের সন্তান নটো কিশোর আদিত্য, শহীদ নিজাম উদ্দিনের সন্তান শাফকাত মিজান, শহীদ আলিম চৌধুরীর মেয়ে ড. নুসহাত চৌধুরী, শহীদ আব্দুল ওয়াহাবের সন্তান মিজানুর রহমানসহ আরও অনেকে।

Print Friendly, PDF & Email