April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বস্তিবাসী শিশুশ্রমিকরা সপ্তাহে ৬৪ ঘণ্টা কাজ করে

ডেস্ক :  রাজধানী ঢাকার বস্তিতে বসবাসরত হাজারো শিশু সপ্তাহে ৬৪ ঘন্টা করে কাজ করে। আইনতঃ, শিশুশ্রম বাংলাদেশে অবৈধ। এ শিশুদের অনেকে দেশের গার্মেন্ট শিল্পে কাজ করছে। তাদের শ্রমে তৈরি হচ্ছে বিশ্বের শীর্ষ ব্রান্ডগুলোর পোশাক।

রাজধানী ঢাকার বস্তিবাসী শিশুদের মধ্যে ১৫ শতাংশই স্কুলে যায় না। তাদের বয়স ছয় থেকে ১৫ বছর এবং তারা কারখানাগুলোতে পূর্ণকালীন (ফুলটাইম) চাকরি করে।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন ও মানবকল্যাণ বিষয়ক গবেষণা সংস্থা ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (ওডিআই) নতুন একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার নিজেদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যেখানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করে, সেখানে বাংলাদেশের শিশুরা করে ৬৪ ঘণ্টা করে। এর মধ্য দিয়ে এ দেশের শিশুরা নির্মম অভিজ্ঞতার ভেতর দিয়ে যায়।

‘শিশুশ্রম ও শিক্ষা : ঢাকার বস্তিবাস জরিপ’ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়, বস্তি এলাকার দুই-তৃতীয়াংশ কিশোরী দেশটির দ্রুত বিকাশমান পোশাক কারখানাগুলোতে পূর্ণকালীন কাজ করে। জরিপের এই ফল বাংলাদেশের তিন হাজার কোটি ডলারের পোশাক তৈরি শিল্পের জন্য উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। অথচ ভয়ংকর নিরাপত্তা রেকর্ডের পরও বিশ্বের বৃহত্তম পোশাক শিল্পসমৃদ্ধ দেশগুলোর একটি হলো বাংলাদেশ।

বার্তা সংস্থা এএফপি জানায়, এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ বা দেশটির প্রভাবশালী পোশাক উত্পাদনকারীদের থেকে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে শ্রমিক নেতারা বলেন, কারখানাগুলোতে শিশুশ্রম দিন দিন বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়, এটা হচ্ছে বাংলাদেশে শিশুশ্রম ও শিক্ষা নিয়ে সর্ববৃহৎ গবেষণাগুলোর একটি। এতে দেখা গেছে, ঢাকার বস্তিগুলোর ১৪ বছর বয়সী শিশুদের অর্ধেকই শিশুশ্রমে নিয়োজিত।

Print Friendly, PDF & Email