April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চট্টগ্রামে ভবন ঘিরে র‌্যাবের অভিযান

ডেস্ক:  জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকার একটি দ্বিতল ভবনে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় সেখান থেকে ১২টি জাতীয় পরিচয়পত্র, ২টি পিস্তল ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ  বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দিবাগত রাতে নগরীর কর্নেলহাট এলাকা থেকে অস্ত্রসহ দু’জনকে আটকের পর তাদের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার ভোরে মুকিম তালুকদার নামের এই ভবনটিতে অভিযান চালায় র‌্যাব। এসময় জঙ্গিরা ভেতর থেকে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ভবনের প্রধান গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে র‌্যাব। এসময় তিন জঙ্গিকে আটক করা হয়।

হাসান আলী নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বাড়িটিতে কারা থাকতেন তিনি তাদেরকে চেনেন না। আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব।

Print Friendly, PDF & Email