May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অস্ট্রেলিয়ার এক নারী ১০ দিনে দুইবার গর্ভবতী

ডেস্ক : অস্ট্রেলিয়ার এক নারীকে বলা হয়েছিল তিনি কখনোই গর্ভধারণ করতে পারবেন না। অথচ সেই নারী ১০ দিনের ব্যবধানে দুইবার গর্ভধারণ করে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। খবর বিবিসি।

কেইট হিল নামের অস্ট্রেলিয়ান ওই নারী পলিসিস্টিক ওভারির জন্য হরমোনের চিকিৎসা গ্রহণ করেছিলেন। তার অবস্থা এমন ছিল যে চিকিৎসকরা বলেছিলেন তিনি গর্ভধারণ করতে পারবেন না। কিন্তু তিনি ওই চিকিৎসার সময়েই গর্ভধারণ করতে সক্ষম হন।

আর মাত্র কয়েকদিনের ব্যবধানে কোনো নারীর দ্বিতীয়বার গর্ভধারণ করার ঘটনা বিরল।

শার্লট ও অলিভিয়া নামে তার যমজ দুই কন্যা শিশুর জন্ম হয় দশ মাস আগে। তাদের আকার, ওজনও ভিন্ন ছিল। এ ধরনের ঘটনা বিশ্বে মাত্র ১০টি রয়েছে।

বেশির ভাগ ক্ষেত্রে একই সময়ে দুটি ডিম্বাণু বের হওয়ার কারণে যমজ সন্তানের জন্ম হয়। একটি নিষিক্ত ডিম্বাণু ভেঙে দুটিতে পরিণত হওয়ার ঘটনা খুব কমই ঘটে।

অস্ট্রেলিয়ার সেভেন নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে হিল বলেছেন, ‘বাচ্চা দুটো জন্ম নেওয়ার আগে আমরা বুঝতেই পারিনি এটা যে বিশেষ কিছু ছিল।’

Print Friendly, PDF & Email