April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

স্থলপথেও অন অ্যারাইভ্যাল ভিসা সুবিধা চায় নেপাল

কুটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে স্থলপথেও অন অ্যারাইভাল ভিসা সুবিধা চায় নেপাল। আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের সঙ্গে বৈঠকে নেপালের বাণিজ্যমন্ত্রী রোমি গাওচান থাকালি এ দাবি জানান। বর্তমানে বাংলাদেশ-নেপালের মধ্যে বিমান পথে অন অ্যারাইভ্যাল ভিসা চালু আছে।
তোফায়েল আহমেদ জানান, নেপাল বাংলাদেশের কাছে স্থলপথেও অন অ্যারাইভাল ভিসা সুবিধা চেয়েছে। নেপালের সঙ্গে আমাদের বাংলা বন্দর এবং রংপুরে দুটি স্থলপথ রয়েছে, এখানের এন্ট্রি পয়েন্টে তারা অ্যারাইভ্যাল ভিসা সুবিধা অনুরোধ করেছেন। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা-নিরীক্ষার পর শিগগির নেপালে একটি টেকনিক্যাল বৈঠক হবে।
রোমি গাওচান থাকালি নেপালে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান। বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেবারও আশ্বাস দেন তিনি।

Print Friendly, PDF & Email