April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের ও ফসলী জমি। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার।

সোমবার ১৯ সেপ্টেম্বর ভোররাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের ৭/২ পোল্ডার সংলগ্ন এলাকায় কপোতাক্ষের প্রায় দেড়’শ ফুট বেঁড়িবাধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয়রা জানান, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। কিন্ত পানি উন্নয়নের বোর্ডের দায়িত্বহীনতার কারণে প্রবল জোয়ারের চাপে ভোররাতে বাঁধটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, পানিতে তলিয়ে গেছে প্রায় দুই শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি।

কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে ২ গ্রাম প্লাবিত

তারা আরও জানান, ইতোমধ্যে স্থানীয় প্রায় দুই শতাধিক মানুষ স্বেচ্ছায় বেড়িবাঁধটি সংস্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হবে বলে আশংকা প্রকাশ করেন তারা।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এই দুর্দশা। বারবার বলা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে তেমন কোন উদ্যোগ নেয়নি।

এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাঁধ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Print Friendly, PDF & Email