May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নিউইয়র্কে বিস্ফোরণে আহত ২৫

ডেস্ক : নিউইয়র্কের চেলসিয়ায় এক বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত হয়েছে। এই ঘটনায় আহতদের কারোরই অবস্থা আশঙ্কাজনক নয়। শনিবার রাতে এই ঘটনা ঘটে। দমকল বিভাগ একথা জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণে কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, একটি ভ্রাম্যমান ডাস্টবিনে এই বিস্ফেরণ ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনটি ব্লকের প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা তাদের অ্যাপার্টমেন্টের ৬ষ্ঠ তলায় একটি প্রচ- বিকট শব্দ শুনতে পান। বিস্ফোরণের পর তারা সাইরেনের শব্দ পান।
চেলসিয়া ম্যানহাটনের অন্যতম আধুনিক এলাকা। এখানে প্রচুর পানশালা, রেস্তোরাঁ ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভবন রয়েছে। সপ্তাহান্তে এই স্থাপনাগুলোতে ব্যাপক জনসমাগম ঘটে।
পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আজ রাত আটটার দিকে একটি বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন।’
ম্যানহাটনের ৬ষ্ঠ ও সপ্তম অ্যাভেনিউয়ের মধ্যে এই বিস্ফোরণ ঘটেছে।
দমকল বিভাগ জানিয়েছে, ১৩৩ ওয়েস্ট ২৩ স্ট্রিটে ওই বিস্ফোরণে ২৫ জন আহত হয়েছে।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিউইয়র্ক সিটিতে এই বিস্ফোরণের ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।’

সূত্র : বাসস

Print Friendly, PDF & Email