April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

১০ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রায় ১০ ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে চট্টগ্রামে সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে এই রেল যোগাযোগ চালু হয় বলে জানান রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রেলওয়ের পূর্বাঞ্চলের কট্রোল রুম জানায়, নগরীর পাহাড়তলী ও ফৌজদারহাট স্টেশনের কছে পৃথক দুর্ঘটনার কারণে বুধবার বেলা সাড়ে তিনটার দিকে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়। রাত দেড়টার দিকে রেল যোগাযোগ চালু হয়। এরপর বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
চট্টগ্রাম রেলওয়ের ট্রাফিক পরিদর্শক মঞ্জুরুল আলম বলেন, বুধবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় মহানগর গোধূলী ট্রেনটি পাহাড়তলী রেল ক্রসিংয়ের লাইন পরিবর্তন করার সময় ৪টি বগি লাইনচ্যুত হয়। এর আগে ফৌজদার হাটের কাছে মালবাহী একটি রেল ইঞ্জিন উল্টে যায়।
১০ ঘণ্টা চেষ্টার পর এসব লাইন এবং পড়ে যাওয়া বগি উদ্ধারের পর রাত দেড়টা বেজে যায়। এর পরপরই লাইন ক্লিয়ার করা হয়।
এদিকে ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেল কর্তৃপক্ষ ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

Print Friendly, PDF & Email