April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পানির নিচে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

রাঙামাটি থেকে সুপ্রিয় চাকমা শুভ: পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান পর্যটন স্থান হল কাপ্তাই লেকের সাথে দুটি পাহাড়ের উপর নির্মিত একটি ঝুলন্ত সেতু। যা প্রতি বছর ঈদের দিন সহ অন্যান্য দিনে এই স্থানে ছুটে আসে হাজার হাজর পর্যটক।

এবার কোরবানী ঈদের ছুটিতে ঝুলন্ত সেতুতে দেখা যায় শত শত পর্যটক। আর উন্নয়ন হয় পর্যটনের হোটেল সহ পাহাড়ি বাঙালী দোকানদারের।

কিন্তু কাপ্তাই লেকের পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ঝুলন্ত সেতুর অবস্থান হয় পানির নিচে।

প্রতিদিন পর্যটক নিজের স্বপরিবার সহ পরিদর্শনে আসে ঝুলন্ত সেতুটি। কাপ্তাই লেকের পানি বর্তমানে আনুমানিক ১০৩ ফুট হওয়ায় পুরো কাপ্তাই লেকের পানি ঢেউ খেলছে আপন মনে।বর্তমানে ঝুলন্ত টি বিপদ জনক মনে করেন পর্যটন এলাকার বাসিন্দারা। আতঙ্ক ছড়িয়ে পড়ছে সবার মাঝে।

তবে ধারনা করা হচ্ছে পরবর্তীতে যদি আরও ৩-৫ ফুট পানি বেড়ে যায় তাহলে পর্যটন ঝুলন্ত সেতু আর থাকবেনা। এদিকে আজ সোমবার এক পর্যটক রিগ্যান চাকমা,(২৯) বন্দুক ভাঙ্গা,ছারিক্ষং থেকে তিনি আমাদের কে জানান, আমার ছোট ভাই বোন রাঙামাটির বাহিরে চাকুরি করে। কোরবানী ঈদের ছুটিতে ঘুরতে এসে আমাদের সব আনন্দ সব ভেঙে গেল। যার কারনে গাড়ি রির্জাভসহ ইত্যাদি খরচ এমনিতেই চলে গেল।

Print Friendly, PDF & Email