April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

২৮ বছর ধরে জন্মাষ্টমী পালন করছে একটি মুসলিম পরিবার!

ডেস্ক : ভগবান কৃষ্ণের জন্মদিন ছিল গতকাল। সারা দেশেই সাড়ম্বরে পালিত হল জন্মাষ্টমী উত্সব। তাই বলে কোন মুসলিম পরিবারে জন্মাষ্টমী পালন! হ্যাঁ এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম।

ঘটনা ভারতের কানপুরের। এই মুসলিম পরিবারটি বিগত ২৮ বছর ধরে পালন করে আসছে জন্মাষ্টমী। পরিবারের কর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ২৪ ঘন্টাকে জানালেন, আত্মীয় বা প্রতিবেশীদের আপত্তি করা তো দূরের কথা, তাঁরা বরং সবরকমভাবে সাহায্য করে আসছেন।

প্রতি বছরের মত এবারও তাঁর বাড়িতে জন্মষ্টমীর পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার বহু মানুষ।

কানপুরের ওই পরিবারের কর্তার নাম ডা এ আহমেদ। স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে সংসার। পরিবারের সবাইকে নিয়ে তিনি আজ পালন করলেন জন্মাষ্টমী। এবছর ২৯-এ পা দিল তাঁর এই জন্মাষ্টমী পালন।

তিন দশক ধরে এই ভাবেই নীরবে সম্প্রীতির বার্তা দিয়ে আসছেন ডা আহমেদ। বললেন, “প্রতি বছর ভগবান কৃষ্ণের কাছে শুধুমাত্র যে শান্তির প্রার্থনা করি তা নয়। বরং মানুষের মধ্যে ‌যাতে সম্প্রীতি বজায় থাকে, তার জন্য প্রার্থনা করি। আমাদের পরিবারের শ্রীকৃষ্ণের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে।”

Print Friendly, PDF & Email