May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চট্টগ্রামে কুকুর লেলিয়ে হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদন্ড

চট্টগ্রাম প্রতিনিধি : পাচলাইশ আবাসিক এলাকায় ২০১২ সালে বহুল আলোচিত এ-লেভেল ছাত্র হিমাদ্রী মজুমদার হিমু হত্যাকান্ডের ঘটনায় চট্টগ্রামের একটি আদালত আজ বাবা ও ছেলেসহ ৫ জনের মৃত্যুদন্ডের রায় দিয়েছে।
৪র্থ অতিরিক্ত মহানগর সেশন জজ নূরুল ইসলাম হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় ব্যবসায়ী শাহ আলম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ, রিয়াদের তিন বন্ধু শাহদাৎ হোসেন সাজু, মাহবুব আলী খান ও জাহিদুল ইসলাম শাওনকে অভিযুক্ত করে আজ রোববার এই মৃত্যুদন্ডাদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী অনুযায়ী, হিমুকে নির্দয়ভাবে পেটানোর পর তার ওপর শিকারী কুকুর লেলিয়ে দেয়া হয় এবং অতঃপর তাকে একটি ৫-তলা ভবন থেকে ঠেলে নিচে ফেলে দেয়া হয়। এই ঘটনাটি ঘটেছে ২০১২ সালের ২৭ এপ্রিল বন্দর নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায়। পরের মাসে অর্থাৎ ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
হিমু চট্টগ্রামের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের এ-লেভেল এর ছাত্র ছিল। আজ এই রায় প্রদানকালে অভিযুক্ত টিপু, সাজু ও মাহবুব আলী আদালতে উপস্থিত ছিল। তবে রিয়াদ ও শাওন পলাতক রয়েছে।
ঘটনার পর নিহতের মামা অশিত মজুমদার অভিযুক্তদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ২০১২ সালের সেপ্টেম্বরে চার্জশীট দাখিল করে।
আদালত ২১ জনের মধ্যে ২০ সাক্ষীর সাক্ষ্য পরীক্ষ-নিরীক্ষা শেষে আজ ৫ জনকে অভিযুক্ত করে এ রায় দেয়।

Print Friendly, PDF & Email