May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মেক্সিকোয় গ্রীষ্মকালীন ঝড় আর্লের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮

ডেস্ক : গ্রীষ্মমন্ডলীয় ঝড় আর্লের আঘাতে মেক্সিকোর পূর্বাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। ঝড়ের ফলে ওই অঞ্চলে ভূমিধস ও বন্যা দেখা দেয়ায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
রোববার কর্মকর্তারা জানান, পুয়েব্লা রাজ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রাকৃতিক এই দুর্যোগে শহরের ২৮ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে অন্তত ১৫ জন শিশু।
ঝড়ে ভেরাক্রুজ অঙ্গরাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে ঝড়ে ৬ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়েছিল।
আর্ল চলতি সপ্তাহে ১নং ক্যাটাগরির হারিকেনে রূপ নিয়ে বেলিজে আঘাত হানে। বেলিজে আঘাত হানার আগে ঝড়টি ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
আঘাত হানার পর শক্তি হ্রাস পেয়ে ঝড়টি গ্রীষ্মকালীন নি¤œচাপে পরিণত হলেও এটি মেক্সিকোর বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
নিহতদের অধিকাংশই পুয়েব্লার প্রত্যন্ত শহর হুয়াউচিনাঙ্গোর বাসিন্দা।
ভূমিধসে বাড়িঘরের কাদা ও পাথরে চাপা পড়ায় তারা মারা গেছে।
মেয়র গ্যাব্রিয়েল আলভারাদো’র উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ‘আমাদের হুয়াচিনাঙ্গোর বাসিন্দাদের ভাগ্যে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।’
ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে কর্মকর্তাদেরকে রাজধানী মেক্সিকো সিটিতে যাওয়ার প্রাধান সড়কটির একটি অংশ বন্ধ করে দিতে হয়েছে।
চলতি সপ্তাহের গোড়ার দিকে ঝড়টি ক্যারিবিয়ানের ওপর দিয়ে বয়ে যাওয়ায় হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছে।

সূত্র : বাসস

Print Friendly, PDF & Email