May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স প্রথম বর্ষের ফল বৃহস্পতিবার (৪ আগস্ট) প্রকাশিত হয়েছে।

সন্ধ্যা ৭টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অর্নাস ২৯টি বিষয়ের ৬১৯টি কলেজের প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ ২ লাখ ৭৭ হাজার ২৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাসের হার ৯০ দশমিক ১১ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে ফল জানা যাবে। এছাড়া যে কোন মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে nu লিখে স্পেস দিয়ে H1 লিখে স্পেস দিয়ে রোল বা রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফলাফল পাওয়া যাবে।

Print Friendly, PDF & Email