May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নর্থ সাউথের উপ-উপাচার্যসহ ৪ জনকে কারাগারে প্রেরণ

আদালত প্রতিবেদক :  গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলাকারীদের বাড়িভাড়া দেয়া ও তথ্য গোপন রাখার দায়ে গ্রেফতারকৃত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) গিয়াসউদ্দিন আহসানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার তাদের আট দিনের রিমান্ড শেষে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গিয়াসউদ্দিন আহসানের সঙ্গে অন্য যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন; গিয়াসউদ্দিনের ভাগ্নে আলম চৌধুরী ও ভবনের ম্যানেজার মাহবুবুর রহমান তুহিন এবং জঙ্গিদের বাড়ি ভাড়া দিয়ে মদদ দেয়া শিক্ষক মো. নুরুল ইসলাম।

এর আগে, ১৭ জুলাই ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান প্রত্যেককে আট দিন করে রিমান্ড প্রদান করেন।

১৬ জুলাই রাজধানীর বারিধারা থেকে গিয়াসউদ্দীন, ভাগ্নে আলম চৌধুরী ও ভবনের ম্যানেজার মাহবুবুর রহমান তুহিনকে জঙ্গিদের বাড়িভাড়া দিয়ে মদদ ও পুলিশকে তথ্য না দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।

১৭ জুলাই একই অভিযোগে রাজধানীর শেওড়া পাড়া থেকে গ্রেফতার করা হয় নুরুল ইসলাম নামে এক ভবন মালিককে।

Print Friendly, PDF & Email