May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মনিরুজ্জামান জুলহাসের ‘বৃত্তবন্দী’ ঈদে

বিনোদন প্রতিবেদক : পুরান ঢাকার ছেলে বারেক মায়ের কড়া শাসনে বড় হয়েছে। মায়ের কথার একচুল এদিক-ওদিক যাওয়ার কোনো সুযোগ নেই তার। এক সময় বারেকের মা সিদ্ধান্ত নেন ছেলের বিয়ে দেবেন।
brittobondiঅনেক মেয়ে দেখার পরও যখন কাউকেই পছন্দ হচ্ছিল না তখনই বারেকের মায়ের ছোটবেলার বান্ধবীর সঙ্গে দেখা হয়। বারেকের মা জানতে পারেন তার বান্ধবীর একটা মেয়ে আছে। সিদ্ধান্ত নেন সেই মেয়ের সঙ্গেই বারেকের বিয়ে দেবেন। কিন্তু বারেক কিছুতেই এ মেয়েকে বিয়ে করবে না।
এ রকমই একটি গল্প নিয়ে সম্প্রতি পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হলো নাটক ‘বৃত্তবন্দী’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম, মৌসুমী হামিদ, মনিরা মিঠু, কাজী উজ্জ্বল, শিখা খান, শহিদুল্লাহ সবুজ, মোস্তফা প্রমুখ।
চিত্রগ্রহণে ছিলেন মশিউর রহমান, আর রচনায় আব্দুল মোমেন সরকার। নাটকটি পরিচালনা করেছেন নবীন নির্মাতা মুহাম্মদ মনিরুজ্জামান জুলহাস। আসছে ঈদে যেকোন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

Print Friendly, PDF & Email