May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘জঙ্গি হামলার গুজব ছড়ালে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গি হামলার গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। যারা এ ধরনের গুজব ছড়াচ্ছেন, তাদের আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির প্রধান কার্যালয়ে জাপানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, ‘জঙ্গি দমনে পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে নজরদারি চলছে। জঙ্গিবাদ নির্মূল করা হবে। এ জন্য পুলিশের সঙ্গে জনগণকেও এগিয়ে আসতে হবে। জঙ্গি হামলার গুজব ছড়িয়ে যারা আতঙ্ক সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এসব করছেন তাদের জানা উচিত- এগুলো ফৌজদারি অপরাধ। যে গুজব ছড়াবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গুলশান হামলার জড়িত জঙ্গিদের মদদদাতাদের বিষয়ে আরো তথ্য জানা গেছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, জাপানি দল গুলশানের রেস্টুরেন্টে জঙ্গি হামলার ব্যাপারে জানতে এসেছিল। তাদের ঘটনার সবকিছু বলা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার তদন্তে জাপান সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে তারা। এ সময় তাদের বলা হয়েছে, প্রয়োজনে জাপানের সহযোগিতা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email