May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: কৃষিতে আইসিটির প্রয়োগের বিধান রেখে ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার (১১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ আইনটি ১৯৭৬ সালে অধ্যাদেশ আকারে প্রণয়ন করা হয়। এরপর ১৯৮৪ ও ১৯৯৬ সালে এটি সংশোধন করা হয়। সামরিক শাসনামলের হওয়ায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এটিকে আইনে পরিণত করতে মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে।’

আগের আইনে ১৮টি ধারা ছিল, এখন আরও চারটি ধারা বাড়ানো হয়েছে বলেও জানান শফিউল আলম।

এ ছাড়া বিনিয়োগের ক্ষেত্রে কুয়েত ও বাহরাইনের সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিষয়ে দুটি চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 

Print Friendly, PDF & Email