May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বয়স তো থেমে থাকার পাত্র নয়, তাই সৌন্দর্য ধরে রাখতে……

ডেস্ক : বয়স তো থেমে থাকার পাত্র নয়। দুর্বার গতিতে দৌড়ানো বয়সটাকে লাগাম ধরতে না পারলেও ত্বকে যেন ছাপ না পড়ে বয়সের, সে দুশ্চিন্তায় থাকেন অনেকেই।

তাই সৌন্দর্য ধরে রাখতে বলিরেখা দূর করতে শরীরের যত্ন, রুপচর্চার সহ কত চেষ্ঠাই না করা হয়ে থাকে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়ায় ভাজ পড়ে বা কুচকে যায়।

pc

তবে সুখবর হচ্ছে, শুধু মুখের ত্বক-ই নয়, বরঞ্চ পুরো শরীর থেকেই এবার বয়সের ছাপ মুছে ফেলা যাবে! এমনটা সম্ভব বলে দাবী করেছে ইংল্যান্ডের নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

ত্বক মৃসন করে থাকে ‘মাইটোকনডিয়া কমপ্লেস-২’ নামক যে এনজাইমটি, প্রথমবারের মতো মানবদেহের সেই এনজাইমটি শণাক্ত করতে পেরেছেন গবেষকরা। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই এনজাইমটি কাজ করা বন্ধ করে দেয়, তাই মানুষের ত্বক কুচকে যায়।

গবেষকদের দাবী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এনজাইমটি যেন কাজ করে, সেজন্য তারা সে ধরনের ক্রিম তৈরি করছেন, যা এনজাইমটিকে সচল রাখবে। ফলে শরীর থেকে মুছে ফেলা যাবে বয়সের ছাপ। ত্বক থাকবে মসৃন।

Print Friendly, PDF & Email