May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চা বাগান জালিয়াতি মামলা : রাগীব আলীর বিরুদ্ধে অভিযোগপত্র

আদালত প্রতিবেদক : সিলেটের শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে জালিয়াতির মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

রোববার সকালে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরুর আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ অভিযোগপত্র দাখিল করে।

অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) সারওয়ার জাহান জানান, সরকারের নির্দেশে ২০০৫ সালে রাগীব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মন্ত্রণালয়ের কাগজপত্র জালিয়াতি করে সিলেটের তারাপুর চা বাগান নিজেদের নামে লিখে নেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়। সিলেট জেলা প্রশাসনের পক্ষে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এসএম আবদুল কাদির মামলা দুটি দায়ের করেন।

এর মধ্যে একটি মামলার আসামি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই। অপর মামলার আসামি রাগীব আলী, তার স্ত্রী, ছেলে, স্বজন মোসতাক মজিদ ও তারাপুর চা বাগান মন্দিরের সেবায়েত পঙ্কজ দাশ গুপ্তসহ সাত জন।

সারওয়ার জাহান জানান, রাগীব আলীর স্ত্রী মারা যাওয়ায় আদালতে দাখিলকৃত অভিযোগপত্র থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কয়েক বছর বন্ধ থাকার পর গত এপ্রিলে উচ্চ আদালতের নির্দেশে মামলাগুলোর তদন্ত শুরু করে পিবিআই।

Print Friendly, PDF & Email