May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঈদে জরুরি সেবা চালু রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

ডেস্ক প্রতিবেদন : পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত জরুরি সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক পত্রে বুধবার এই নির্দেশ জারি করা হয়।

পত্রে বলা হয়, সরকারি ছুটিকালীন জনগণের দৈনন্দিন জীবনযাপন যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাসমূহ অব্যাহত রাখা আবশ্যক।

পত্রে জানানো হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে জনস্বার্থে নিজ নিজ অত্যাবশ্যক বা জরুরি সেবা কার্যক্রম উক্ত সময়ে (১-৯ জুলাই) অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে গৃহীত কার্যক্রম ও কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পত্রে সেবাকার্যক্রম চালু রাখার বিষয়টি গণমাধ্যমে প্রচারের মাধ্যমে জনগণকে অবহিত রাখার জন্য অনুরোধ জানানো হয়।

জরুরি সেবাসমূহের মধ্যে রয়েছে : চিকিৎসাসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, অগ্নিনির্বাপণ, সড়ক-রেল-নৌ-আকাশপথে যাতায়াত, জরুরি ব্যাংকিং, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ইত্যাদি।

Print Friendly, PDF & Email