May 14, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

ডেস্ক প্রতিবেদন : দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রুবেল হোসেন (২৯) নামে এক বাংলাদেশি যুবকের পিস্তলের গুলিতে বেলাল হোসেন (৩৩) নামে আরেক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে জোহানেসবার্গ শহরে এ ঘটনা ঘটে। বেলাল হোসেন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বারাইনগর গ্রামের আবুল কাশেমের ছেলে। রুবেল হোসেন সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই গ্রামের চুন্নু মিয়ার ছেলে। নিজেদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা গেছে, আর্থিক লেনদেনের সূত্র ধরে বেলালের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যান রুবেল। এ সময় বেলালের মাথা ও কানের পাশে গুলি লাগে। পরে স্থানীয়রা বেলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলাল হোসেনের বাবা আবুল কাশেম জানান, পরিবারে সচ্ছলতা আনতে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় যান বেলাল। পরে জোহানেসবার্গ শহরে ব্যবসা শুরু করে বেলাল। গত বছর সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই গ্রামের রুবেল নামের এক যুবক ব্যবসা করার জন্য বেলালের কাছ থেকে ৪২ হাজার রিয়াল ধার নেন। ধার শোধ করার কথা বললে কয়েক দিন আগে বেলালকে হত্যার হুমকি দেন রুবেল।

Print Friendly, PDF & Email