May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মোবাইল ব্যবহারের ওপর বাড়তি কর কামানোর দাবি

ডেস্ক প্রতিবেদন : মোবাইল ফোন ব্যবহারের ওপর বাড়তি কর কামানোর দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সম্পূরক শুল্ক ১৫ শতাংশ ও সার চার্জ ১ শতাংশ আদায় করা হয়। ১০০ টাকা রিচার্জ করলে গ্রাহক ৮৪ দশমিক ৭২ টাকা পায়। আগামী অর্থবছরের বাজেট এই সারচার্জ প্রত্যাহারসহ শুল্ক কমাতে হবে।
তারা বলেন, বর্তমানে মোবাইলফোন ব্যবহার সম্পর্কে জনসচেতনতা না থাকায় তরুণ-তরুণীরা ফেসবুকসহ ইন্টারনেটের মাধ্যমে অপসংস্কৃতির প্রতি মারাত্মকভাবে ঝুঁকে পড়ছে, যা আগামী প্রজন্মকে মহাসংকটের দিকে ধাবিত করছে।
বক্তারা বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের নামে যেসব অপারেটদের অবহেলা, অসহযোগিতা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে রিটেইলাররা কোটি কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নিল, তাদের কোনো শাস্তির ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি।
Print Friendly, PDF & Email