May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ওবামা তিনদিনের এক ঐতিহাসিক সফরে কিউবাতে

বিদেশ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তিনদিনের এক ঐতিহাসিক সফরে বর্তমানে কিউবাতে আছেন। সেখানে তিনি দেশটির কমিউনিস্ট নেতা রাউল কাস্তোর সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার বৈঠকে বসার আগে বারাক ওবামা বলেন, কিউবায় পরিবর্তন ঘটবে এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো সেটি বুঝতে পেরেছেন।

 এ সময় ওবামা আরও বলেন, গুগলের সঙ্গে কিউবার একটি চুক্তি সম্পাদিত হয়েছে। গুগল কিউবার ওয়াই-ফাই ও ইন্টারনেট কানেকশন আরও উন্নত করতে সাহায্য করবে।

কিউবায় বিপ্লবের পর ওবামাই প্রথম আমেরিকান প্রেসিডেন্ট, যিনি দেশটিতে সফর করলেন।

১৯৫৯ সালে কমিউনিস্ট ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে সংঘটিতে বিপ্লবে কিউবার যুক্তরাষ্ট্রপন্থী সরকারের পতন হলে দুদেশের মধ্যে শত্রুতার সূত্রপাত হয়।

এক পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে প্রতিবেশী দেশ দুটি। এরপর কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র যা ৫৪ বছর ধরে বলবৎ ছিল।

২০১৪ সালের ডিসেম্বরে ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো বিরোধ অবসানের বিষয়ে একমত হলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে।  দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং টেলিযোগাযোগ ও বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি সই হয়।

৮৮ বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট কিউবা সফরে গেলেন। যুক্তরাষ্ট্রের কোনও প্রেসিডেন্টের কিউবা সফর এক সময় একটি অকল্পনীয় ব্যাপার ছিল।

সূত্র: বিবিসি

Print Friendly, PDF & Email