April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

লড়াইয়ে ভারতের কাছে হেরেছে মাশরাফির বাংলাদেশ

ডেস্ক প্রতিবেদন  : পারলো না বাংলাদেশ। ২০১২’র সেই হৃদয় ভঙ্গ করা ফাইনালের সেই স্মৃতি আবারও বাংলাদেশকে উপহার দিল ভারত। স্বপ্নের এশিয়া কাপের ফাইনালে উঠে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে শিরোপাটাও হাতছাড়া করে ফেললো বাংলাদেশ।

ভারতের সামনে ১২০ রানের অনেক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও একের পর এক মিস ফিল্ডিংয়ের কারণে শিরোপা জেতা হলো না বাংলাদেশের। উল্টো ৭ বল হাতে রেখেই ৮ উইকেটে বাংলাদেশকে হারিয়ে ৬ষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতে গেলো ভারত।

ভারতের এই জয়ে সবচেয়ে বেশি অবদান শিখর ধাওয়ানের। ভারতীয় এই ওপেনারের ব্যাট থেকেই এলো ৪৪ বলে ৬০ রান। ৯টি বাউন্ডারি মেরেছেন তিনি। সঙ্গে একটি ছক্কা। বিরাট কোহলি করেন ৪১ রান।

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এমনিতেই গ্রেট ফিনিশার। এশিয়া কাপের ফাইনালে তিনি আল আমিনকে ছক্কা মেরে জিতিয়ে দিলেন ভারতকে। ৬ বলে তিনি করেন ২০ রান।

Print Friendly, PDF & Email