May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

খেলা হবে ১৫ ওভার, সাড়ে ৯টায় শুরু

ডেস্ক প্রতিবেদন :  বৃষ্টির শঙ্কা কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল। বৃষ্টিতে দেরি হওয়ায় খেলা হবে ১৫ ওভার করে। রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করে বোলিং করতে পারবেন। ইনিংসের মাঝখানে বিরতি মাত্র ১০ মিনিট।

খেলাটি শ‌‌‌রু হওয়ার কথা ছিল সাড়ে ৭টায়। তে্ পৌনে ৬টায় হানা দেয় কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টি। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের ফ্রেমের একাংশ ঝড়ে উড়ে যায়। ফলে ম্যাচটি নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়। সাড়ে ৮টার সময় পিচ পর্যবেক্ষণ করে আম্পায়াররা জানিয়েছেন উইকেটের অবস্থা ভালো। তবে সীমানার আশেপাশের কিছু অংশ এখনও ভেজা। এরপর ৮টা ৪৫ মিনিটে আবারও মাঠ পর্যবেক্ষণ করেন তারা। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটি ১৫ ওভারের অনুষ্ঠিত হবে। শুরু হবে রাত সাড়ে ৯টায়।

খেলা দেখতে ইতোমধ্যে স্টেডিয়াম এলাকায় জনতার ঢল নেমেছে। তবে কেবল স্টেডিয়ামই নয়, সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে টেলিভিশন সেটের সামনে।

Print Friendly, PDF & Email