May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অগ্নিঝরা মার্চ

 ডেস্ক প্রতিবেদন :  মার্চ  বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর মার্চ এলেই আমরা ফিরে যাই ’৭১-এর সেই অগ্নিঝরা ও রক্তঝরা দিনগুলোতে। নিছক স্মৃতিকাতরতা নয়, মার্চ হোক আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন।

ভাষা আন্দোলন ছিল তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলার জনগণের নিজস্ব পৃথক জাতিসত্তা ও অধিকার চেতনার প্রথম উন্মেষ। ১৯৪৮ সালে শুরু হওয়া এ ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করেছিল ১৯৫২ সালে। এ চার বছরের আন্দোলন বাংলার মানুষকে তাদের অধিকারের বিষয়ে আরও শাণিত করে তুলেছিল। পাকিস্তান একটি দেশ হলেও শাসকগোষ্ঠী পশ্চিম পাকিস্তানী হওয়ায় সকল ক্ষেত্রে এ অঞ্চলের জনগোষ্ঠী ছিল অবহেলিত এবং শোষণ-বঞ্চনার শিকার। একই সঙ্গে দেশ পরিচালনার নামে পাকিস্তানের শাসকগোষ্ঠীর অগণতান্ত্রিক কর্তৃত্বপরায়ণতা ও স্বার্থপরতা এ অঞ্চলের জনগণের মন বিষিয়ে তুলেছিল এবং এ অঞ্চলের মানুষ ক্রমশ ধাবিত হয়েছিল স্বাধীন দেশ গড়ার আন্দোলনে। ১৯৬০ সালে রবীন্দ্র সংগীত নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলন, ’৬২ সালের শিক্ষা আন্দোলন, ’৬৬ সালে শেখ মুজিব কর্তৃক ছয় দফা ঘোষণা, আগরতলা ষড়যন্ত্র মামলা ও ’৬৯-এর গণ-অভ্যুত্থান এবং সর্বশেষ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এ অঞ্চলের মুক্তিকামী জনগণকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে পাকিস্তানের শাসকগোষ্ঠী কিছুতেই এ নির্বাচনের ফলাফল মেনে নিতে পারেনি। এ কারণে নির্বাচনের পর গণপরিষদের অধিবেশন ডাকতে ও নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে তারা নানা টালবাহানা করতে থাকে। অবশেষে ৩ মার্চ গণপরিষদের অধিবেশন ডাকা হলেও পরে তা বাতিল করা হয়। পরবর্তীতে ক্ষমতা হস্তান্তরে ঢাকায় আলোচনার নামে পাকিস্তানের শাসকগোষ্ঠী অযথা কালক্ষেপণ করতে থাকে। সর্বশেষ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এ অঞ্চলের জনগোষ্ঠীর ওপর ২৫ মার্চ রাতে তারা নির্বিচারে হামলা চালায় এবং স্বাধীন বাংলাদেশ-এর জন্ম তখন অনিবার্য হয়ে ওঠে।

Print Friendly, PDF & Email