May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭ টায়। শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিততে চান মাশরাফিরা। কোচ চান্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, উইকেট দেখে নেয়া হবে একাদশের সিদ্ধান্ত।

অন্যদিকে, দলের বড় শক্তি বোলিং দিয়ে স্বাগতিকদের কাবু করার পরিকল্পনার কথা জানালেন পাকিস্তানের বোলিং উপদেষ্টা আজহার মাহমুদ।

জিতলেই নিশ্চিত হবে ফাইনালের টিকেট। তাই পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আশায় বুক বেধেছে টাইগারবাহিনী। একদিকে যখন হতাশা মুস্তাফিজের অনুপস্থিতিতে, অন্যদিকে স্বস্তি ব্যাটিং ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে তামিম ইকবালের অন্তর্ভুক্তি।

বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হতে পারে মোহাম্মদ আমিরের স্পেল। তবে টাইগার স্কিপারের প্রত্যাশা প্রথমদিকে হলেও এখন ঘাসের উইকেটে ম্যাচ কম হচ্ছে, তাই রানের দেখা পাচ্ছেন ব্যাট্সম্যানরা। তবে উইকেটের আচরণ কেমন হবে তা নিয়ে খুব বেশি না ভেবে ব্যাটিং-বোলিং সব ডিপার্টমেন্টেই জ্বলে উঠতে চায় টিম বাংলাদেশ।

মুস্তাফিজ স্কোয়াডের বাইরে। তাই পাকিস্তানের বিপক্ষে চার পেসার খেলাবেন কিনা তার সিদ্ধান্ত উইকেট দেখে নেবেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। আর তামিম ফেরায় একাদশ থেকে বাদ পড়তে পারেন সৌম্য অথবা মিথুন।

বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘উইকেট কেমন হবে তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হবে একাদশ কেমন হবে। পাকিস্তানকে হারাতে অবশ্যই আমাদের ভেবে-চিন্তে পরিকল্পনা করতে হবে।’

এদিকে, শক্তিশালী বোলিং অ্যাটাক দিয়ে পাকিস্তানও ছক কষছে বাংলাদেশকে ঘায়েল করার। গত ম্যাচে রানে ফিরেছেন শোয়েব মালিক আর উমর আকমল। তাই পাক বোলিং উপদেষ্টা আজহার মাহমুদের প্রত্যাশা বাংলাদেশকে হারানোর সামর্থ্য আছে তাদের।

পাকিস্তানের বোলিং উপদেষ্টা আজহার মাহমুদ বলেন, ‘বোলিং আমাদের বড় শক্তি, আমরা তা দিয়েই বাংলাদেশের বিপক্ষে লড়ব। ব্যাটসম্যানরাও চেষ্টা করছে রানে ফেরার। তাই জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

তবে আত্মবিশ্বাসী বাংলাদেশও টেক্কা দেবে সমানে সমানে।

Print Friendly, PDF & Email