April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নিবন্ধন ছাড়া ধাত্রী বা সহযোগীর কাজ করা যাবে না।

নিজস্ব প্রতিবেদক : নার্সিং পেশার সঙ্গে ধাত্রীদেরও আইনের আওতায় আনা হচ্ছে। খসড়া আইন অনুযায়ী নিবন্ধন ছাড়া ধাত্রী বা সহযোগীর কাজ করা যাবে না।

এমন বিধান রেখে ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন- ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

নতুন আইনের অধীনে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে ২৪ সদস্যের একটি কাউন্সিল গঠন করা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নতুন আইনে নার্সিংয়ের সঙ্গে ধাত্রীবিদ্যা (মিডওয়াইফারি) যুক্ত করা হয়েছে। নার্সিং ও ধাত্রীবিদ্যা যারা শিক্ষা নেবেন এই কাউন্সিল তাদের স্বীকৃতি দেবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মতো এটা কাজ করবে।’

‘দেশের বাইরে নার্সিং ও ধাত্রীবিদ্যায় যারা সনদ নেবেন তাদেরও এই কাউন্সিল স্বীকৃতি দিতে পারবে। নার্সিং শিক্ষায় ডিপ্লোমাধারী স্নাতকদের স্বীকৃতি, নার্সিংয়ে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি এবং ধাত্রীবিদ্যার স্বীকৃতি দেবে এই কাউন্সিল।’

স্বীকৃত নার্স ও ধাত্রী তাদের সহযোগিদের নিবন্ধন করতে হবে জানিয়ে শফিউল আলম বলেন, ‘নিবন্ধন ছাড়া নার্সিং বা ধাত্রী বা সহযোগী কাজ নিষিদ্ধ করা হয়েছে খসড়া আইনে। ভুয়া পরিচয় দিয়ে কেউ এ কাজ করতে পারবে না। স্বীকৃতি ছাড়া নিজেকে নার্স, ধাত্রী বা সহযোগী হিসেবে পরিচয় দিলে তিন বছর কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।’

তিনি আরো বলেন, ‘নীতিমালা বহির্ভুত কাজ করলে নিবন্ধন বাতিল করে নিবন্ধন থেকে তালিকা বাদ দেওয়া হবে। কেউ সংক্ষুব্ধ হলে সরকারের কাছে আপিল করার কথাও নতুন আইনে রয়েছে।’

‘ভুয়া পদবি ব্যবহার করলে এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।’

১৯৮৩ সালে সামরিক সরকারের সময় এ সংক্রান্ত আইনটি প্রণয়ন করা হয়েছিল। সামরিক শাসন আমলে আইনটি হওয়ায় হাইকোর্টের নির্দেশনার আলোকে আইনটি হালনাগাদ করে বাংলায় প্রণয়ন করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে ২০১৪ সালের ২৫ আগস্ট মন্ত্রিসভা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল।

Print Friendly, PDF & Email