April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ধর্মীয় অবমাননা : ব-দ্বীপ প্রকাশনের স্টল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় অবমাননার দায়ে অমর একুশে গ্রন্থমেলার ব-দ্বীপ প্রকাশনকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে মেলার পঞ্চদশ দিনে সোহরাওয়ার্দী উদ্যানের ব-দ্বীপ প্রকাশনের (১৯১ নম্বর) স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর পেয়ে স্টলে অভিযান চালাই। ইতোমধ্যে শামসুজ্জোহা মানিক সম্পাদিত ‘ইসলামের বিতর্ক’ শিরোনামের সংকলন গ্রন্থটিতে মহানবী সম্পর্কে নানা আপত্তিকর শব্দ পাই। আর সেকারণেই বাংলা একাডেমির সদস্য সচিবের সঙ্গে কথা বলে স্টলটি বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে শামসুজ্জোহা মানিকের অন্যান্য বই জব্দ করেছি। এসব স্টাডি করে দেখবো যদি সেগুলোতেও কোনো অসঙ্গতি পাই তবে পরবর্তী পদক্ষেপ নিব।’

খবর নিয়ে জানা গেছে ব-দ্বীপ প্রকাশনের সত্ত্বাধিকারী শামসুজ্জোহা মানিক।

ব-দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত শামসুজ্জোহা মানিকের অন্যান্য বইগুলো হল—‘বাংলাদেশে গণতন্ত্রের সমস্যা’, ‘ধর্ম ও বাঙ্গালীর পুনরেকত্রীকরণ’, ‘ধর্মের রাজনীতি ও আধুনিক সভ্যতা’, ‘বাংলাদেশের দৃর্বৃত্তায়ন’ ‘নারী ও ধর্ম’, ‘বাংলাদেশের সঙ্কট’, ‘ধর্ম ও যাঁতাকলে বাঙ্গালী জাতি’, ‘ইসলামের ভূমিকা ও সমাজ উন্নয়নের সমস্যা’, ‘ইসলাম বিতর্ক’, ‘ইসলামে নারীর অবস্থান’ প্রভৃতি।

সংস্থাটির অধিকাংশ বইয়েই শামসুজ্জোহা মানিকের মৌলিক রচনা অথবা সম্পাদনা।

স্টলে কর্তব্যরত বই বিক্রয়কর্মী কলি জানায়, ‘এসব বইমেলার প্রথম দিন থেকেই ছিল। অনেকে কিনেছেও। কিন্তু কোনরকম বিতর্ক তৈরি হয়নি। আমি নিজেও জানি এখানে কী আছে। হঠাৎ পুলিশ আসল তার অনেকক্ষণ বই অনুসন্ধান করে স্টল বন্ধ করে দিল।’

প্রকাশক ও লেখক শামসুজ্জোহা মানিকের সাথে তাদের যোগাযোগ আছে কী না এ বিষয়ে কলি বলেন, ‘চেষ্টা করেছি কিন্তু তার নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করতে পারিনি।’

Print Friendly, PDF & Email