May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভাষার মাসেই চিরবিদায় নিলেন ভাষাসৈনিক মোহাম্মদ আলী

ঝালকাঠি প্রতিনিধি : ভাষার মাসেই চিরবিদায় নিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাষাসৈনিক মোহাম্মদ আলী খান (৮০)।

মঙ্গলবার দিবাগত ২টা ৩০ মিনিটে তিনি ঝালকাঠি শহরের কামারপট্টির নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আসর ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পৌর কবরস্থানে দাফন করা হবে।

ভাষা আন্দোলনের সময় ঝালকাঠিতে যাদের বলিষ্ঠ নেতৃত্বে ছাত্র-ছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ আলী খান। তিনি ভাষা আন্দোলনের পরে মহান মুক্তিযুদ্ধেও অংশ নেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

 

Print Friendly, PDF & Email