May 16, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিদেশে বাংলাদেশি মিশনে কর্মকর্তা-কর্মচারী ৫৫৪জন

সংসদ প্রতিবেদক : বর্তমানে বিদেশে মোট ৫৫টি দেশে বাংলাদেশের ৭১টি দূতাবাস, কনস্যুলেট ও হাইকমিশন রয়েছে। এসব মিশনে মোট ৫৫৪ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বিদেশে অবস্থিত বাংলাদেশের ৭১টি দূতাবাস, কনস্যুলেট ও হাইকমিশনে প্রথম শ্রেণির ১৯৫জন, দ্বিতীয় শ্রেণির ২২৯জন কর্মকর্তা, তৃতীয় শ্রেণির ৫৮জন ও চতুর্থ শ্রেণির ৭২জন কর্মচারী কর্মরত আছেন। এছাড়া প্রতিটি মিশনে স্থানীয়ভিত্তিক কর্মচারী রয়েছে।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, এইসব দূতাবাস প্রত্যক্ষভাবে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি পরোক্ষভাবে বাংলাদেশের জাতীয় জীবনের সবক্ষেত্রে অবদান রাখছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অধিকসংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে আরেকটি লিখিত প্রশ্নেরে উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

 

Print Friendly, PDF & Email