April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘ছয় মাসে মানবপাচার অপরাধে ৫৮৫টি মামলা’

সংসদ প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’-১৫) মানবপাচার অপরাধে ৫৮৫টি মামলা দায়ের হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, গত অর্থবছরে (২০১৪-১৫) মানবপাচারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে ৮৭৭টি মামলা দায়ের হয়। গত দুই বছরে ‘মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২’ এর অধীনে রুজ্জুকৃত  মামলাসমূহ তদন্ত শেষে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোট ৫৭৬টি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি, তাদেরকে উন্নত প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জমাদি সরবরাহ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।’

 

Print Friendly, PDF & Email