April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

উষ্ণতম বছর হতে চলেছে ২০১৬

ডেস্ক প্রতিবেদন : ক্রমশ উত্তপ্ত হচ্ছে বিশ্ব, সেকথা কারও অজানা নয়। তবে এবছর গরমে যতটা জ্বলে পুড়ে যেতে হয়েছে, আগামী দু’বছরে তার থেকেও বেশি প্রাণান্তকর অবস্থা হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা।

এল নিনোর প্রভাবে ইতিমধ্যেই গরম বেড়েছে অনেকখানি। তবে আগামী দু’বছর উষ্ণতম বছর হতে চলেছে বলে সতর্কবার্তা দেওয়া হল ব্রিটেনের আবহাওয়া দফতর থেকে।

এল নিনো বর্তমানে একটা ভয়ঙ্কর অবস্থায় চলে এসেছে। ক্রমশ উত্তপ্ত হচ্ছে প্রশান্ত মহাসাগর। খরা ও চরম উষ্ণ আবহাওয়ার দিকে এগোচ্ছে বিশ্ব।

১৯৯৭-৯৮ তে এই এল নিনোর প্রভাবে  ধস নেমেছিল দক্ষিণ আমেরিকায়, খরা হয়েছিল দক্ষিণ-আফ্রিকায়। ফের সেই পরিস্থিতি ফিরে আসছে বলে মনে করা হচ্ছে। এর ফলে বিশ্বের গড় তাপমাত্রাও বৃদ্ধি পাবে, রেকর্ড তাপমাত্রায় পৌঁছবে ২০১৬ তে।

ফের তাপমাত্রা কমার আগে এই চরম আবহাওয়া সহ্য করতে হবে বিশ্ববাসীকে।

Print Friendly, PDF & Email