April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

তথ্য-প্রযুক্তি আইনের ধারার বাতিলের আবেদন খারিজ

আদালত প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭, ৮৬ ও সংশোদনী আইন (২০১৩) এর ৪২ ধারা বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. ইউনুছ আলী আকন্দের দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

রোববার রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাড. ইউনুছ আলী আকন্দ নিজেই। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে আদালত থেকে বেরিয়ে ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, “শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, এ আইন নিয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে। সুতরাং এ অবস্থায় রিটটি ‘অপরিপক্ক’। তাই আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন।”

এর আগে বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন ইউনুস আলী আকন্দ।

বুধবার ২৪ ঘণ্টার সময় দিয়ে ৫৭, ৮৬ ও সংশোধনী আইন ২০১৩-এর ৪২ ধারা বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান তিনি।

কিন্তু সঠিক সময়ে নোটিশের জবাব না পেয়ে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং তথ্য সচিবকে বিবাদী করে এ রিট আবেদনটি তিনি দায়ের করেন।

Print Friendly, PDF & Email