May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আরাকান আর্মির সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটি প্রতিনিধি : জেলার রাজস্থলীর সেই ‘রহস্যময়’ ডাক্তারবাড়ী থেকে আটক আরাকান আর্মির সদস্য, দুই কেয়ারটেকার ও বাড়ির মালিকের বিরুদ্ধে সন্ত্রাসদমন আইনে মামলা করেছে পুলিশ।

শনিবার সকালে আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং রাখাইন (২৫), বাড়ির দুই কেয়ারটেকার মং চ ওয়াং (৩৯), চ সুইং অং মারমা (৪২) এবং বাড়ির মালিক থাইল্যান্ড প্রবাসী চিকিৎসক ডা. রেমাংসুর বিরুদ্ধে এ মামলা করা হয় জানিয়েছেন রাজস্থলী থানার ওসি ওহিদুল্লাহ সরকার।

গত বুধবার আরাকান আর্মির সদস্য অং নংকে তাইতংপাড়া কলেজরোডে সুরোম্য একটি বাড়ি থেকে ২টি ঘোড়া, ৩টি মোটরসাইকেল, ৩টি ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, হ্যান্ডিক্যাম, আরাকান আর্মির পোশাকসহ আটক করে যৌথবাহিনী।
এরপর শুক্রবার একই উপজেলার মব্বই পুনর্বাসন পাড়া থেকে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয় বাড়িটির দুই কেয়ারটেকারকে। বাড়ির মালিক প্রবাসী হওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

আটককৃতদের শনিবার রাঙামাটির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছেন ওসি ওহিদুল্লাহ সরকার।

Print Friendly, PDF & Email