April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রকাশ হল ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস

ডেস্ক প্রতিবেদন : প্রকাশ হল ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার আসন বিন্যাস। আজ বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার এই আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আগামী ১লা সেপ্টেম্বর থেকে সাধারণ ও কারিগরি ক্যাডারের আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হবে। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলীর ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে চার ঘণ্টা। আর ১০০ নম্বরের পরীক্ষার হবে তিন ঘণ্টায়। তবে শুধুমাত্র কারিগরি ক্যাডারদের জন্য বাংলা পরীক্ষা ১০০ নম্বরের হবে।

লিখিত পরীক্ষায় গড় পাস নম্বর ন্যূনতম ৫০ শতাংশ। কেউ কোনো বিষয়ে ৩০ নম্বরের কম পেলে ওই বিষয়ে তিনি কোনো নম্বর পাননি বলে গণ্য হবে। পরীক্ষার্থীদের লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে।

৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৪১৯ জনের প্রার্থীতা বিভিন্ন কারণে বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। লিখিত পরীক্ষার জন্য নতুন করে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।

Print Friendly, PDF & Email