May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

লিবিয়ার উপকূলে দুই হাজারের বেশি শরণার্থী উদ্ধার

বিদেশ ডেস্ক : লিবিয়ার উপকূলে নৌকা থেকে দুই হাজারের বেশি ইউরোপে অভিবাসন প্রত্যাশী শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।একদিনেই বেশ কয়েকটি নৌকা থেকে ইটালিয়ান নেভি তাদের উদ্ধার করে।

ইটালির কোস্ট গার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এটা সমুদ্র থেকে একদিনে বৃহত্তম শরণার্থী উদ্ধারের ঘটনাগুলোর একটি।শনিবার ইটালিয়ান নেভির দুটি জাহাজ তাদের উদ্ধার করে।বিবিসি।

এদিকে, অভিবাসন প্রত্যাশী শরণার্থীদের নিয়ে সমুদ্রে ভাসমান আরও বিষটি নৌযান থেকে ‘ডিসট্রেস কল’ বা ‘উদ্ধার পাবার আবেদন’ পেয়েছে উপকূল রক্ষীরা।

ইতালির কোস্ট গার্ড জানায়, দুটি কাঠের নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে, নেভির জাহাজ তাদের সাহায্যে এগিয়ে যায়।উদ্ধারপ্রাপ্তদের মধ্যে একটি নবজাতকও রয়েছে। উদ্ধারকৃত অভিবাসন প্রত্যাশীদের অবস্থা এতোই খারাপ ছিল যে, যে কোনও সময় আরেকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।

প্রসঙ্গত, লিবিয়ার এই রুটটি ইউরোপে অবৈধ অনুপ্রবেশের জন্য ব্যস্ততম জলপথ।এই পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে চলতি বছর দু হাজারের উপর মানুষ মারা গেছে।

Print Friendly, PDF & Email