May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভূমির মালিকানা সংশ্লিষ্টরাই দুর্নীতির শিকার হন: টিআইবি

নিজস্ব প্রতিবেদক : ভূমির মালিকানা সংশ্লিষ্টরাই কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হন বলে তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সম্প্রতি তাদের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

রোববার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গবেষণার বিষয় ছিল, ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসময় বলেন, “ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রমের পরিধি ব্যাপক। বাংলাদেশের প্রতিটি মানুষ, যারা ভূমির মালিকানার সঙ্গে জড়িত তারা সকলেই কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়ে থাকেন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, টিআইবির উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান, টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ওয়াহিদ আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email