April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কাসেমের আপিল: রাষ্ট্রপক্ষকে দুসপ্তাহে সারসংক্ষেপ দেওয়ার নির্দেশ

আদালত প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়ার ভিশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর মামলায় আপিলের সারসংক্ষেপ জমা দিতে সময় পেলেন রাষ্ট্রপক্ষ।

দুসপ্তাহের মধ্যে সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষকে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে মীর কাসেম আলীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন তুহিন ও অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

২০১৪ সালের ২ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম আলী। আপিলে তার খালাসের পক্ষে ১৮১টি যুক্তি তুলে ধরা হয়েছে।

Print Friendly, PDF & Email