April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক : এ বছরই বাংলাদেশ থেকে ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া। মালয়েশিয়ায় সরকারি ভাবে জিটুজি পদ্ধতিতে কর্মী পাঠানোর জন্য আগ্রহীদের যে তালিকা তৈরি করা হয়েছে তার মধ্য থেকেই বাছাই করে এদের নেয়া হবে।

বুধবার কুয়ালালামপুরে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এক বৈঠকে মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মালয়েশিয়া। সেখানে বর্তমানে কয়েক লাখ বাংলাদেশী কর্মী কাজ করছেন। সরকারিভাবে লোক পাঠানো দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০১৩ সালে বাংলাদেশ থেকে জিটিুজি পদ্ধতিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও মাত্র সাত হাজার কর্মী পাঠাতে পারে বাংলাদেশ।

এরপর সমুদ্রপথে মালয়েশিয়া যেতে অবৈধ উপায় বেছে নিতে দেখা যায় বহু অভিভাসন প্রত্যাশীকে।

Print Friendly, PDF & Email