April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পিনুপুত্র রনির জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইস্কাটনে দুজনকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার সরকার দলীয় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আমিনুল হক এ আদেশ দেন।

এর আগে শনিবার রনিকে চারদিনের রিমান্ড শেষে আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। ওই দিন তার জামিনের আবেদন করা হলে শুনানির জন্য ১৬ জুন দিন ঠিক করে দেন বিচারক।

১৩ এপ্রিল রাত ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে গুলিতে অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঘটনার দুদিন পর নিহত আব্দুল হাকিমের মা মনোয়ারা বেগম রমনা থানায় মামলঅ করেন। মামলার এজাহারে বলা হয়, একটি সাদা মাইক্রোবাস থেকে এলোপাতাড়ি গুলি ছোঁড়া হলে ওই দুজনের মৃত্যু হয়।

পরে পুলিশ তদন্ত করে জানতে পারে, সেটি ছিল কালো রঙের একটি প্রাডো গাড়ি। ওই গাড়িতে পিনু খানের ছেলে রনিসহ কয়েকজন ছিলেন।

তদন্তে রনির সম্পৃক্ততা পাওয়ার পর গত ৩১ মে তাকে এবং তার গাড়িচালক ইমরান ফকিরকে পুলিশ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি গুলিবর্ষণের কথা স্বীকার করেন বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email