April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘জাতি সুবিচার পেয়েছে’

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ রায়ে জাতি সুবিচার পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ মুজাহিদকে দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার তিনি এ সন্তোষ প্রকাশ করেন।

রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট চত্বরে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালতে প্রমাণিত হয়েছে কামারুজ্জামান আলবদর বাহিনীর সংগঠক ছিলেন। তার নেতৃত্বে গণহত্যা ধর্ষণ ও লুটতরাজ হয়েছে। তার ফাঁসির আদেশ হওয়ায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। জাতি সুবিচার পেয়েছে।’

তিনি বলেন, ‘একাত্তরে যেসব বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে আমরা তাদের ফিরে পাব না। তবে এইটুকুই সান্ত্বনা যে তাদের হত্যার বিচার পাওয়া গেল।’

তিনি বলেন, ‘জাতি আজ সঠিক বিচার পেয়েছে। যারা তার মাধ্যমে একাত্তরে নির্যাতিত নিগৃহীত হয়েছিল তারা আজ ট্রাইব্যুনালের রায়ে সঠিক বিচার পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘আদালতে জামায়াতের ভূমিকা প্রমাণিত হয়েছে। মওদুদীর তৈরি জামায়াতে ইসলাম শুধু আমাদের আন্দোলনের বিরোধীতা করেনি। তারা বিভিন্ন বাহিনী তৈরি করে দেশে গণহত্যা, ধর্ষণ ও লুটতরাজ চালিয়েছে।’

মাহবুবে আলম বলেন, ‘সাতটি অভিযোগে তার বিচার হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ, দুটিতে যাবজ্জীবন, একটিতে ১০ বছরের জেল ও বাকি দুটিতে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।’

Print Friendly, PDF & Email