May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ৩৪০০ অভিবাসী উদ্ধার

বিদেশ ডেস্ক : ইউরোপিয় ইউনিয়নের বিভিন্ন দেশের কোস্ট গার্ড গত ২৪ ঘণ্টায় ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিযান চালিয়ে তিন হাজার ৪০০ জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করেছে। খবর আল জাজিরার।

খবরে বলা হয়, ব্রিটেন, আয়ারল্যান্ড, ইতালি, জার্মানিসহ ইউরোপিয় ইউনিয়নের ১৫টি দেশ এ অভিযানে অংশ নেয়।

ইতালির লাম্পেডুসা থেকে আল জাজিরার প্রতিনিধি হোদা আবদেল-হামিদ জানান, ‘এসব অভিবাসীদের দক্ষিণ ইতালিতে রাখা হয়েছে। এর আগে ১০০ জনের মতো অভিবাসী লাম্পেডুসায় পৌঁছেছিল। এছাড়া অনেকে পালেরমো এবং সিসিলির ট্রাপানিতে আশ্রয় নিয়েছে।’

তবে বাকিরা কখন উপকূলে ফিরবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

ব্রিটেনের কর্তৃপক্ষ বলছে চলতি গ্রীষ্মে পাঁচ লাখ অভিবাসী অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে পারে।

ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস বুলওয়ার্কের ক্যাপ্টেন নিক কুকি-প্রাইয়েস্ট বলেন, ভূমধ্যসাগর পাড়ি দেয়ার জন্য লিবিয়া উপকূলে ৪ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ অভিবাসী অপেক্ষা করছে। এরা ইতালি হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা করছে।

গত বছরের তুলনায় চলতি বছরে বর্তমান সময় পর্যন্ত ৩০ শতাংশ বেশি লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে বলে জানিয়েছেন আবদেল হামিদ।

প্রসঙ্গত, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এক হাজার ৮০০ অভিবাসী প্রাণ হারিয়েছে।

Print Friendly, PDF & Email