April 28, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মালিতে জঙ্গিদের গুলিতে বাংলাদেশি সেনা নিহত

ডেস্ক প্রতিবেদন : মালির রাজধানী বামাকোতে গতকাল জঙ্গিদের গুলিতে এক বাংলাদেশি সেনা নিহত হয়েছে। আরও একজন আহত হয়েছে। নিহত সেনা সদস্যের নাম নীলকান্ত হাজং এবং আহত সেনার নাম সিরাজুল ইসলাম। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার আইএসপিআর-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালির রাজধানী বামাকোতে শান্তিরক্ষী বাহিনীতে থাকা বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্ট-এর একটি জিপের ওপর সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্য শ্রী নীলকান্ত হাজং নিহত হন। আরেক সেনা সিরাজুল ইসলামের হাতে গুলিবিদ্ধ হয়।

আহত সিরাজুল ইসলাম বর্তমানে বামাকোতে লেভেল-২ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, নিরাপত্তা কর্মকর্তা ও শান্তিরক্ষী মিশনের এক সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপিও নিহতের খবর জানিয়েছে। মালির এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘সোমবার রাতে শান্তিরক্ষী মিশনের গাড়ি লক্ষ্য করে অস্ত্রধারীরা গুলি চালায়। গাড়িতে থাকা দুই বাংলাদেশি সেনার মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। আরেকজন মারাত্মকভাবে আহত হয়েছে।’

ওই সূত্র আরও বলেন, ‘আমরা ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি। এটা অবশ্যই একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। হামলাকারীরা শান্তির শত্রু।’

শান্তিরক্ষী মিশনের ওই সূত্র জানায়, ওই সেনারা বামাকো বিমানবন্দর থেকে নগরীর দক্ষিণে যাচ্ছিল।

Print Friendly, PDF & Email