April 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ডেস্ক : গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের জন্য সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগামী ৮ মার্চ বাংলাদেশ শিশু একাডেমির গোপালগঞ্জ জেলা কার্যালয়ে ক, খ ,গ ও ঘ চারটি বিভাগের চিত্রাংকন, আবৃত্তি, ভাষণ এ ৩টি বিষয়ের প্রতিযোগিতা সকাল ৯টা থেকে শুরু হবে।
ওই চারটি বিভাগের কুইজ প্রতিযোগিতা গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে ।
আগামী ১০ মার্চ বাংলাদেশ শিশু একাডেমির গোপালগঞ্জ জেলা কার্যালয়ের ক ও খ বিভাগের নৃত্য ও সংগীত প্রতিয়োগিতা সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
ওই কর্মকর্তা বলেন, একজন প্রতিযোগী সর্বোচ্চ ২টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। প্রধান শিক্ষক স্বাক্ষরিত নামের তালিকা আগামী ৭ মার্চ অফিস চলাকালীন সময় বাংলাদেশ শিশু একাডেমি, গোপালগঞ্জ জেলা কার্যালয়ে জমা দিতে হবে। ওই কর্মকর্তা আরো বলেন, সাহিত্য ও সংস্কৃতিক প্রতিযোগিতা সফল করতে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হবে বলে ওই কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email