May 15, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দুপচাঁচিয়াবাসীর মনের মণিকোঠায় থাকবেন ইউএনও সুমন জিহাদী

এমদাদুল হক,বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সুমন জিহাদী দুপচাঁচিয়াবাসীর মনের মনিকোঠায় থাকবেন চিরকাল। মাত্র এক বছর আটমাসের কর্মময় জীবনে তিনি উপজেলার সর্বস্তরের নাগরিকের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

ইউএনও মো. সুমন জিহাদী’র বদলীতে কান্নার রোল পড়েছে সংবাদজগতে, রাজনৈতিক অঙ্গনে, শিক্ষাপ্রতিষ্ঠান সহ সুধীসমাজে। ইউএনও’র বদলী তারা মেনে নিতে পারছেন না কিছুতেই। এ কর্মকর্তার পরবর্তী কর্মস্থল বগুড়ার শেরপুর উপজেলায়।

জানা যায় সিরাজগঞ্জ জেলায় জন্ম গ্রহন কারি এ অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে উচচতর ডিগ্রি অর্জন করে ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা হয়ে দেশ সেবায় নিজেকে নিয়েজিত করেন।

গতকাল দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম ফারুকের সভাপতিত্বে প্রেসক্লাব চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সুমন জিহাদী’র বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন ইউএনও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন, সু-দক্ষ প্রশাসনিক সমন্বয়, বিচক্ষনতার সাথে সদাশয় সরকারের উন্নয়ন কর্মকান্ড তদারকি, যৌতুক-বাল্যবিবাহ রোধ, অবৈধ বালু উত্তোলন-পাচার নিরোধ, ইভটিজিং প্রতিরোধ, দুর্ঘটনা এড়াতে পরিবহন সেক্টরের লোকদেরকে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনে রেখেছেন স্মনীয় কৃতিত্ব।

এছাড়াও তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিন পরিদর্শন সহ ভূমিহীন ও গূহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর নির্মাণ কাজ সফল ভাবে বাস্তবায়ন লক্ষ্যে নিরলস কাজ করছেন তরুন এ উপজেলা নির্বাহী অফিসার । রাত জেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশনায় মনোযোগি করণ, ছাত্র-ছাত্রীদের ভাইভা ভীতি দুর করার জন্য ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করেছেন সফল এ কর্মকর্তা। যেকোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদান করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন জিহাদী।

এ সময় বক্তব্য রাখেন ডেইলি এশিয়া পত্রিকার সম্পাদক এমদাদুল হক, সাবেক মুুুুুুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ আব্দুল মজিদ, সুয্যাত , উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক এমদাদুল হক, সাংবাদিক, একেএম জাহাঙ্গীর আলম, কেএম বেলাল, সাজু মন্ডল, ফিরোজ হোসেন, এটিএম সামাদ কোব্বাত, অসিম দাস, মতিউর রহমান দেওয়ান পলাশ সহ প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী বলেন, প্রধান মন্ত্রি শেখ হাসিনার নির্দেশনায় ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সহযোগিতা নিয়ে এ উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করেছি।

Print Friendly, PDF & Email